প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের রাজনীতিতে শোকের ছায়া। প্রয়াত হলেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত তিনটে ১৪ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। জাতীয় কংগ্রেসের টিকিটে জিতে ১৯৯৬ সাল থেকে টানা ২০১৬ পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন ওই এলাকার। ২০২১ সালে তিনি ফরাক্কার বর্তমান বিধায়ক তৃণমূলের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন।

তারপরেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখান। বর্তমানে তিনি ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতিদের একজন। এদিন তাঁর মৃত্যুতে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীর থেকে কংগ্রেস নেতৃত্ব সকলেই প্রয়াত নেতাকে স্মরণ করে শোক জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights