
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ছাত্র পরিষদকে সঙ্গে নিয়ে বহরমপুরে পথে নামল মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি নেতার কু-মন্তব্যের প্রতিবাদ ও বিহারে রাহুল গান্ধীকে হেনস্থা, এই তিনটি ইস্যূকে সামনে রেখে বহরমপুরে যুবদের একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। যুব কংগ্রেসের জেলা সভাপতি তৌহিদুর রহমান ওরফে সুমনের নেতৃত্বে সংগঠনের জনা কয়েক প্রতিনিধি বহরমপুর থানায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
থানা থেকে বেড়িয়ে সুমন বলেন “ অবিলম্বে বিজেপি’র মন্ত্রীকে গ্রেফতার করতে হবে।তাঁকে পদ থেকে অপসারণ করতে হবে।” রাজ্য সরকারের সমালোচনা করে সুমন বলেন “ এই মুখ্যমন্ত্রীর দলদাস পুলিশ অতর্কিতে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে। রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা। গোটা বাংলায় গুন্ডারাজ চলছে। আমরা এর ধিক্কার জানাচ্ছি।” প্রসঙ্গত, মহফুজ আলম ডালিমের নেতৃত্বে কংগ্রেসের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার শিক্ষাভবনে বিক্ষোভ দেখানো হয়।

শনিবার আরএসপি’র ছাত্র,যুব, মহিলা, শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি পথসভা ও বিক্ষোভ মিছিল করে। এদিনের বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন আরএসপি কেন্দ্রীয় কমিটির সদস্য নওফেল মহ: সফিউল্লা। তিনি বলেন “ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করল তা সভ্যতার লজ্জা। ঠিক এভাবেই চাকরি হারা শিক্ষকদের পিটিয়েছিল বিজেপির যোগী আদিত্যনাথের পুলিশ।”

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পিএসইউ জেলা সম্পাদক রুবেল সেখ, আরওয়াইএফ এর জেলা সভাপতি মনজিত চৌধুরী, মহিলা নেত্রী শেফালি কুড়ি ও প্রভাতি ঘোষ সহ অন্যান্যরা।