রাত পোহালে হেভিওয়েট প্রার্থী মহঃ সেলিম মনোনয়ন জমা দিতে আসবেন বহরমপুরে প্রশাসনিক সভায়। তার সঙ্গে এদিন মনোনয়ন জমা দেবেন জঙ্গিপুরের বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন (বকুল)। একইসঙ্গে ভগবানগোলা উপনির্বাচনে প্রার্থী অঞ্জু বেগমও মনোনয়ন জমা দেবেন বৃহস্পতিবার। দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া পর্বে উপস্থিত থাকবেন অধীর চৌধুরীও।
সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ তীব্র দহন। তার সঙ্গে পাল্লা দিয়ে মুর্শিদাবাদে চড়া ভোট বাজার। রাত পোহালে হেভিওয়েট প্রার্থী মহঃ সেলিম মনোনয়ন জমা দিতে আসবেন বহরমপুরে প্রশাসনিক সভায়। তার সঙ্গে এদিন মনোনয়ন জমা দেবেন জঙ্গিপুরের বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন (বকুল)। একইসঙ্গে ভগবানগোলা উপনির্বাচনে প্রার্থী অঞ্জু বেগমও মনোনয়ন জমা দেবেন বৃহস্পতিবার। দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া পর্বে উপস্থিত থাকবেন অধীর চৌধুরীও।
আরও পড়ুনঃ“অধীর ম্যাচিওর হলেন”
এমনিতেই বেলডাঙার একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। যার উপর নজর রয়েছে সারা বাংলার। নজর রয়েছে নির্বাচন কমিশনেরও। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা যায়। জেলায় উপস্থিত আছেন নয়া ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও।
স্বাভাবিকভাবে জোট প্রার্থীদের একদিনে তিন মনোনয়ন জমা দেওয়া নিয়ে সরগরম প্রশাসনের অন্দরমহল। আইনশৃঙ্খলার পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তা নিয়ে চুড়ান্ত ব্যস্ত পুলিশ প্রশাসনও।
জেলা প্রশাসনিক ভবনের দু’দিকে দুই দলের কার্যালয়। সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা একটা নাগাদ দুই দলের নেতা কর্মীরা মিলিত হয়ে মনোনয়ন জমা দিতে যাবেন। সিপিএম কর্মীরা এফইউসি মাঠে জমায়েত হয়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাবে সেলিম বাহিনী। উল্টোদিকে অধীর সেনারা দলীয় কার্যালয় থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের দিকে যাবেন। সেখানেই অধীর সেলিমের মুখোমুখি হওয়ার কথা।
শুক্রবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে ভোট প্রচার করতে হরিহরপাড়াকে বেছে নিয়েছেন। ওইদিন হরিহরপাড়ার কৃষক বাজারে তিনি সভা করবেন। সেদিকেও নিরাপত্তা যাতে ত্রুটি না হয় তা নিয়ে সতর্ক প্রশাসন নাওয়া খাওয়া ভুলেছে।