শিক্ষামন্ত্রী ব্রাত্যকে শূন্য দেওয়ায় ফাটকে ছাত্রদল

Social Share
এসএফআই সূত্রে পাওয়া ছবি

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় শিক্ষক নিয়োগ নেই, স্কুলে কলেজে অনিয়ন্ত্রীত ফি নেওয়া, মিড মে মিলে দুর্নীতি সহ দশটি বিষয়ে শিক্ষামন্ত্রীকে একের মধ্যে শূন্য সর্বমোট দশে শূন্যের বেশি দিতে পারেনি ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই। সেই মার্কশীট হাতে সপ্তাহের প্রথম কাজের দিন বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। সেইমতো করুনাময়ীর সামনে ভিড় করেন এসএফআই কর্মী সমর্থকরা।

বিকাশ ভবনের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড টপকাতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায় ছাত্রদের। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাদের ওপরে এমনকি মহিলা কর্মীদেরও রেহাই দেয়নি পুরুষ পুলিশ। চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও এসএফআই কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবুও পুলিশের বাধা টপকে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বিকাশ ভবনের দেওয়ালে সেই মার্কশীট সাঁটিয়েও দিয়ে আসে।

এদিনের অভিযান এতটাই প্রাসঙ্গিক ছিল, ভয় পেয়ে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নামিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ, পরে আশিজন নেতা কর্মীকে ফাটকে পুরে কর্তব্য দেখিয়েছে তারা এমনই ভাষায় এদিন এমনই ভাষায় রাজ্যের সরকার তথা পুলিশকে আক্রমণ করে এসএফআইয়ের পাশে দাঁড়ায় বাম যুব সংগঠন ডিওয়াএএফও। ঘটনার নিন্দা করেন সিপিএম নেতা সূজন চক্রর্তীও। সন্ধ্যা সাতটা নাগাদ অবশ্য গ্রেফতার হওয়া নেতাকর্মীদের ছেড়ে দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights