জঙ্গিপুরে স্বপদে খলিলুর, জাকির, বহরমপুরে রদবদল

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ঘোষণার প্রায় একবছরের কাছাকাছি সময়ে সংগঠনে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের ফেসবুক পেজে রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। সেই তালিকা অনুযায়ী তৃণমূলের জঙ্গিপুর সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান পদে কোনও বদল হয়নি। খলিলুর রহমান ও জাকির হোসেনই ফের দলের ভার পেয়েছেন। তবে বহরমপুর সংগঠনের চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে সরিয়ে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে ওই পদে আনা হয়েছে। সভাপতি হিসেবে অবশ্যই অপূর্ব সরকার ওরফে ডেভিডকেই ভরসা করেছেন মমতা। রবিউলকে অবশ্য রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য করেছেন মমতা। গত বছর একুশে জুলাই সভায় রদবদলের কথা ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নয়া দায়িত্ব পেয়ে দলনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত ও অপূর্ব। নিয়ামত বলেন, ” দলকে আগামী দিনে শক্তিশালী করতে হবে। দলনেত্রী ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ পালন করার চেষ্টা করব।” অপূর্ব বলেন, ” আমি দলের একজন কর্মী মাত্র, দলের সবাই সভাপতি, সবাই চেয়ারম্যান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দলকে শক্তিশালী করব।” রদবদল প্রসঙ্গে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর অবশ্য নয়া নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন।রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর সঙ্গে তাঁর সাপে নেউলের সম্পর্কের কথা অজানা নয় রাজ্য নেতৃত্বেরও। এদিন অবশ্য সে সব ভুলে নতুন ও প্রাক্তন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ” এ ব্যাপারে এখন কিছুই বলব না।”

তবে শমসেরগঞ্জের হিংসার ঘটনায় অনেকেই ভেবেছিলেন খলিলুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন জঙ্গিপুরের সাংসদকে স্বপদে বহাল রেখে মমতা ফের তাঁর প্রতি ভরসাই দেখিয়েছেন। যদিও তা নিয়ে উত্তরের নেতাদের কারও কারও মনে ক্ষোভও রয়েছে। এক নেতা বলেন ” বিকল্প হিসেবে আমার কেউ নজরে পড়ি না দিদির।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights