
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ খড়গ্রামের প্রাক্তন বিধায়ক প্রয়াত বিশ্বনাথ মন্ডলের মরণোত্তর দেহ দান করা হবে আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গত শনিবার ( ৯ নভেম্বর) রাত্রি ১০ টা ২০ মিনিটে দুর্গাপুর মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সিপিএম নেতা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৮৭ সাল থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত তিনি বিধায়ক পদে ছিলেন। জেলা কমিটির প্রাক্তন সদস্য বিশ্বনাথ একসময় খড়গ্রাম জোনাল কমিটির সম্পাদকের দায়িত্বও সামলেছেন। সারা ভারত কিষাণ সভার মুর্শিদাবাদ জেলা কমিটির বর্তমান সহ সভাপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন শেষদিন পর্যন্ত। খড়গ্রামের বর্তমান বিধায়ক আশিষ মার্জিত তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন, ” আমার ব্যক্তিগত ক্ষতি হল। একজন পরামর্শদাতাকে হারালাম।”
তিনি আরও বলেন, ” নগর কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা অস্বীকার করার নয়। আমি ২০১৬ সালে যখন বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলাম, তিনি আমার হয়ে বিভিন্ন এলাকায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বিধায়ক হওয়ার পরেও আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন।” তাঁর মৃত্যুর পর প্রাক্তন বিধায়কের বসত বাড়িতেও গিয়েছিলেন বর্তমান বিধায়ক।
এদিন সকালে লাল পতাকা অর্ধনমিত রেখে সিপিএম কর্মীরা সোমবার তাঁর দেহ নিয়ে আসেন খড়গ্রাম পার্টি অফিসে। সেখানে প্রয়াত নেতার মরদেহে মাল্যদান করেন স্থানীয় নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। খড়গ্রাম থেকে দলের জেলা কার্যালয়ে মরদেহ নিয়ে আসা হবে। কিছুক্ষণ মরদেহ সেখানে রেখে নেতার ইচ্ছামতো দেহদান করা হবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।