আইএসএফের থেকে NOTA-য় ভোট বেশি পড়েছে মুর্শিদাবাদের দুই আসনে

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ জনতার রায়ে তৃণমূলের জয় জয়কার মুর্শিদাবাদে। তিন আসনে বিজেপিকে তিন নম্বরে ঠেলে দু’নম্বর আসন দখলে রেখেছেন বাম-কংগ্রেস জোট প্রার্থীরা। তবে লোকসভা নির্বাচনে লড়তে যাঁরা নেমেছিলেন তাঁদের কাউকেই একাংশ মানুষ পছন্দ করেননি। আর সেদিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি জঙ্গিপুরের মানুষ প্রত্যাখ্যান করেছেন ওই আসনের প্রার্থীদের।

আরও পড়ুনঃ বহরমপুরের ‘Cancel Cheque’ অধীর, সাংসদ ইউসুফ

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, জঙ্গিপুরে ১৩ লক্ষ ৬৯ হাজার ৬৩৩টি ভোটের মধ্যে ১৭ হাজার ১৫৮টি ভোট পড়েছে নোটায়। যা ওই আসনের আইএসএফ প্রার্থীর প্রাপ্ত ভোটের প্রায় ২.৫গুণ বেশি।আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস পেয়েছেন ৬ হাজার ৮৫৮টি ভোট।

মুর্শিদাবাদে ১৫ লক্ষ ৪১ হাজার ৫৫৯টি ভোটের মধ্যে নোটায় পড়েছে ১৩ হাজার ২৭০টি।যা ওই আসনের আইএসপ্রার্থীর তুলনায় বেশি। মুর্শিদাবাদ আসনের আইএসপ্রার্থী হাবিব শেখ পেয়েছেন ১২ হাজার ৩৭০টি ভোট।

বহরমপুরে সবচেয়ে কম ভোট পড়েছে নোটায়। ৭ হাজার ৪৮৫ জন মানুষ বহরমপুরের কোনও প্রার্থীকেই পছন্দ করেননি। যা ওই কেন্দ্রের SUCI প্রার্থী অভিজিৎ মণ্ডলের প্রাপ্ত ভোটের প্রায় পাঁচ গুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights