বহরমপুরে জুয়ার আসর থেকে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলের নেতারা অসামাজিক কাজকর্মে যুক্ত। এই অভিযোগে বারবার সরব হয়েছেন বিরোধীরা। আর তা অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি ” সবাই নয়।”। একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেও বিজেপিকে নিশানা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই কথা বলতে শোনা গিয়েছে। অথচ সোমবার ফের সামনে এল তৃণমূলের এক নেতার অসামাজিক কার্যকলাপ। এবার ঘটনাস্থল বহরমপুর।

জুয়ার ঠেক থেকে ওইদিন রাতে বলাই দত্ত সহ আটজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। বলাই তৃণমূলের মণীন্দ্রনগরের অঞ্চলের সভাপতি। তাঁর বাড়িতেই বসেছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বানজেটিয়ায় বলাইয়ের বাড়িতে হানা দেয়। পুলিশ হানা দিতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয়। পুলিশ ওই জুয়ার আসর থেকে নগদ দু-লক্ষ টাকাও উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

এ ব্যাপারে জানতে বহরমপুর বিধানসভার দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। দিন কয়েক আগে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন ” তৃণমূল একটি মাফিয়া দল।” দিন দুয়েক আগে বহরমপুর পুরসভার দুটি ওয়ার্ড থেকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সোমবার তৃণমূল নেতা গ্রেফতার হতেই ফের সামনে এসেছে সেই ঘটনাও। স্বাভাবিকভাবেই মানুষের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্নের মুখে পড়েছে বহরমপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights