বহরমপুর পুরসভায় ব্যহত হবে জল পরিষেবা

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ বহরমপুর পুরসভায় ব্যহত হবে পানীয় জল পরিষেবা। কাল শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এক বেলা করে পুরসভার জল পাবেন পুরবাসী। পুরসভার পক্ষ থেকে নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। পুরসভার উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহায়তায় কুঞ্জঘাটায় জল পরিশোধন কেন্দ্র তৈরি হয়েছে। ভাগীরথীর জল শোধন করে সেখান থেকে ওয়ার্ডে ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়।

আরও পড়ুনঃ দ্বন্দ্বের আড়ালে মৈত্রীর কৌশলেই বাজিমাত তৃণমূলের

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার জলে ভাগীরথীতে অতিরিক্ত পরিমাণে পলি, বালি মিশে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি ধরা পরে। তার ফলে জল পরিশোধন করতে সময় লাগছে। ফলে ব্যহত হচ্ছে পরিষেবা। যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য সাতদিন সময় নেওয়া হয়েছে। এই সাতদিন দু-বেলার পরিবর্তে একবেলা করে জল পাবেন পুরসভার বাসিন্দারা। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পুরবাসী জল পাবেন জানিয়ে পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ” ৯,১২,১৩,১৬,১৯, ২৭ ও ২৬ নম্বর ওয়ার্ডের মানুষের এই সমস্যা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights