জেলায় আসছেন পঞ্চায়েত মন্ত্রী, অভিযোগ জানাতে প্রস্তুত বাম-কংগ্রেস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরেই শুরু হবে ষোড়শ কেন্দ্রীয় অর্থ কমিশন। এখনও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচই করতে পারেনি মুর্শিদাবাদ জেলা। জেলা পরিষদের একাংশ সদস্য ও কর্মাধ্যক্ষদের দাবি, নির্দিষ্ট পরিকল্পনার অভাবেই খরচ করা যায়নি সেই টাকা। তাদের দাবি, ২২টি বিধানসভার মধ্যে ‘বাছাই করা’ কিছু বিধানসভায় নিয়মিত উন্নয়নের কাজ হয়। বাকি বিধানসভায় গড়ায় না উন্নয়নের চাকা। তাই নিয়ে বিরোধী সহ শাসকদলের জেলা পরিষদের একাংশ সদস্য ক্ষুব্ধ।

আর সেই সময়ে ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক করতে মুর্শিদাবাদে আসছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে আসছেন মুর্শিদাবাদের প্রাক্তন জেলাশাসক পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন। সেই বৈঠকে যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা তারমধ্যে অন্যতম পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ অর্থ খরচ না হওয়ার প্রসঙ্গ। তারসঙ্গে পঞ্চম অর্থ কমিশন নিয়েও আলোচনা হওয়ার কথা।

বৈঠকের চিঠি পেয়েছেন বিরোধী সিপিএম, কংগ্রেসও। তাঁরাও ওই বৈঠকে হাজির হবেন বলেই জানিয়েছেন। জেলা পরিষদের সদস্য সিপিএমের ইমরান হোসেন বলেন, ” শাসকের পরিকল্পনার অভাব রয়েছে। তাই টাকা খরচ হয় না। একটা প্রকল্প শেষ হওয়ার শংসাপত্র জমা দিলে পরের টাকা ঢোকে। কিন্তু এদের কাজ শুরু হয়, শেষ হয় না। সভাপতি এবং কর্মাধ্যক্ষ নিজেদের ব্লকের উন্নতি করেন অন্যদের দেখেন না। কালকে সুযোগ পেলে এই কথাগুলোই মন্ত্রীকে বলব।”

শুধু তাই নয়, তাঁর অভিযোগ সিপিএম সদস্য হওয়ায় তার সঙ্গে দ্বিচারিতা করা হয়। তিনি কোনও পরিকল্পনার কথা জানালে তার অনুমতি মেলে না জানিয়ে ইমরান বলেন, ” আমি তো সিপিএমের জনপ্রতিনিধি নই। আমি তো এলাকাবাসীর জনপ্রতিনিধি। সিপিএমের প্রতীকে জেতার জন্য এলাকার উন্নয়ন করতে গেলে হয়রান হতে হয়, দ্বিচারিতা করে। স্কিম দিলে অ্যাপ্রুভ হয় না।”

জেলা পরিষদের কংগ্রেস সদস্য মহঃ আবদুল্লাহীল কাফি বলেন, “গত দেড় বছরে জেলা পরিষদ গঠনমুলক কাজ দেখাতে পারেনি। এরা এলাকার সদস্য ও তৃণমূল নেতারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার করে দরপত্র ডাকেন। কোনও নিয়ম মানেন না। যার ফলে নিম্ন মানের রাস্তা তৈরি হয়। অনেক সময় বিশেষ করে পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি না হয়েও তার টাকা কী করে মিটিয়েও দেওয়া হয়।” তিনিও সুযোগ পেলে মন্ত্রীকে এই অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের পরিকল্পনা সহ ওই বৈঠকে বাংলার বাড়ি, পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন,মিশন নির্মল বাংলা ও কর্মশ্রী নিয়েও আলোচনা হওয়ার কথা। বৃহস্পতিবার দুপর বারোটার সময় বহরমপুর রবীন্দ্রসদনে এই বৈঠক হবে। প্রতিনিধিদের তার আধ ঘন্টা আগে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সামসুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights