চতুর্থীর সন্ধ্যায় অনুষ্ঠিত হল নৃত্যাশ্রমের শারদ উৎসব

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ চতুর্থীর সন্ধ্যায় নাচ, গান, কবিতার ডালি সাজিয়ে শহরবাসীকে শারদ অর্ঘ্য উপহার দিল নৃত্যাশ্রম। বহরমপুরের এই নৃত্য সংস্থা প্রতিবছরই পুজো শুরুর সময় এই ধরনের উৎসবের আয়োজন করে। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পিজি ক্যাম্পাসের (সাবেক কেএনকলেজের মেইন হস্টেল) অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্থার কচিকাঁচা শিক্ষার্থীদের সঙ্গে বড়রাও অংশগ্রহণ করেছিলেন এদিনের অনুষ্ঠানে। সমবেত নৃত্যের পাশাপাশি শিল্পীদের একক নৃত্য পরিবেশনেও ছিল পেশাদারিত্বের ছাপ। সংস্থার কর্ণধার নৃত্যশিল্পী স্বর্ণালী দে প্রামাণিক বলেন, ” তিন বছর থেকে ৬০ বছর বয়সী নৃত্যশিল্পীদের ১৮টি ভিন্ন ভিন্ন নাচ এদিনের অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে।”

নাচের পাশাপাশি এদিন মণিমালা চক্রবর্তীর আবৃত্তি ও সুতনুকা ভট্টাচার্য এদিনের গান অনুষ্ঠানে স্বাদ বদল করেছে। বিশেষ অতিথি হিসেবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব বন্দ্যোপাধ্যায় অধ্যাপক দোলা বড়াল। তবে ওই অডিটোরিয়ামে পর্যাপ্ত পাখার অভাবের জেরে তীব্র গরমে তাল কেটেছে অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights