নবমীর রাতে গণধর্ষণ বহরমপুরের এক নাবালিকাকে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বহরমপুর থানার সাটুইয়ে পোড়াডাঙায় ঘটনাটি ঘটেছে নবমীর রাতে। নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে পুলিশ নাবালিকার বন্ধু সহ তিনজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালিকার এক বন্ধু ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলে নাবালিকার বাড়িতে গিয়েছিল নবমীর রাতে। নাবালিকার বাড়িতে বন্ধুর আসা যাওয়া থাকায় বাড়ির লোকজনও আপত্তি করেনি। পুলিশের দাবি, বাড়িতে আসা যাওয়া করে পরিবারের বিশ্বাস অর্জন করলেও নাবালিকার বন্ধুর অসৎ উদ্দেশ্য ছিল। আর সেই উদ্দেশ্য পূরণ করতে বেছে নেয় উৎসবের সময়কে।

সূত্রের দাবি, বাড়ি থেকে বেড়িয়ে নাবালিকার বন্ধু তাঁকে এলাকার একটি কালভার্টের কাছে নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল আরও দুজন যুবক। তিনজন ওই নাবালিকাকে এরপর একটি ইঁটভাঁটায় নিয়ে যায়। সেখানেই তাঁকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই অবস্থায় নাবালিকাকে ফেলে চলে যায় ওই তিন যুবক। কোনওক্রমে বাড়ি ফিরে বাড়িতে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে নাবালিকার বাবা মা সাঁটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন মন্ডল, সুব্রত ঘোষ ও মনোজ ঘোষকে গ্রেফতার করে।

ধৃতদের আজ বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights