
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ উৎসবের আলো এখনও নেভেনি। তারমধ্যেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডোমকলের ঘোড়ামারা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েতের ঘাটপাড়া এলাকায় কামুরদিয়াড়ের বাসিন্দা গোফুর মন্ডলের বাড়িতে বিকট আওয়াজ হয়। সেই আওয়াজে চমকে ওঠেন পাড়া প্রতিবেশীরা।
খানিক পরেই ধোঁয়ায় ঢাকা ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। খবর যায় ডোমকল থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে সিদ্ধাতুন খাতুন নামে এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় আহত বাড়ির মালিক গোফুরের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতেই বোমা বাঁধার কাজ করছিলেন ওই দম্পত্তি। বাড়ির পেছনে মজুত ছিল বোমা। সেই বোমা ফেটেই এদিন মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে।