সালারে নাবালিকা ধর্ষণে এখনও অধরা দুষ্কৃতি, পুলিশকে সময় বেঁধে দিল সিপিএম

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ শাসক তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সালারে নাবালিকা ধর্ষণের ঘটনায় জড়িত। পুলিশ তাই দুষ্কৃতিদের আড়াল করছে আর মুখে খোঁজার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। বুধবার সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে বৈঠক থেকে বেড়িয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের প্রতিনিধিরা। দলের পক্ষে জেলা কমিটির সদস্য সন্দীপন দাস বলেন, ” পুলিশ পাঁচজনের মধ্যে দু’জনকে ধরেছে। আমরা বলেছি ৭২ ঘণ্টার মধ্যে বাকি তিনজনকে ধরতে হবে। এই ঘটনায় যারা মদত দিয়েছে তাদেরকেও ধরতে হবে। শাস্তির ব্যবস্থা করতে হবে।”

রেস্তরাঁতে খেয়ে বাড়ি ফেরার পথে গণ ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার কুলুরি কালভার্ট এলাকায় ঘটনাটি ঘটে সোমবার রাতে। পাঁচ জন দুষ্কৃতি ওই নাবালিকাকে রাস্তার ধারের জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার। নবমীর রাতে সাটুইতে এক নাবালিকা ধর্ষিতা হয় তার বন্ধু সহ তিন দুষ্কৃতির হাতে। পুজোর গন্ধ এখনও মিলিয়ে যায়নি, তারমধ্যেই মুর্শিদাবাদে পরপর দুটি নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাটুইয়ের ঘটনায় দুষ্কৃতিরা গ্রেফতার হলেও সালারের ঘটনায় পাঁচজনের মধ্যে দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও তিনজন দুষ্কৃতিকে খোঁজার চেষ্টা করছে বলে দাবি করেছে পুলিশ।

সিপিএম ছাত্র, যুব, মহিলা সংগঠনের একদল প্রতিনিধি বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে ও পুলিশের তদন্তের গতিপ্রকৃতি জানতে ভরতপুর গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে শাসক ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। সিপিএমের প্রতিনিধিরা তাঁদের ভয় কাটিয়ে আইনী লড়াইয়ের জন্য মনোবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শুধু সিপিএম নয় তৃণমূলের একাংশও দুষ্কৃতিরা তৃণমূলের বলে দাবি করেছেন। প্রাক্তন ব্লক সভাপতি মোস্তফিজুর রহমান সুমনের সঙ্গে ধর্ষণে অভিযুক্তদের ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করেছেন তৃণমূল নেতা আজাহারুদ্দিন ওরফে সিজারও।

তিনি বলেন, ” আমাদের এলাকায় এইরকম ঘটনা কখনও ঘটেনি। কিন্তু প্রাক্তন ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। মানুষ তাঁর এলাকায় জমি মাফিয়া, খুন, ধর্ষণের সঙ্গে জড়িত। তার প্রতিবাদ করেন এলাকাবাসী। তাই এই ঘটনা ঘটেছে।” এমনকি দলের সর্বস্তরে এই ঘটনা জানানো হয়েছে বলেই তিনি দাবি করেন। আর সেই প্রসঙ্গ তুলে সন্দীপন বলেন, ” তৃণমূল জড়িত বলেই পুলিশ দুষ্কৃতিদের আড়াল করছে।” তবে টেলিফোনে এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights