কাজের খোঁজে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি

Social Share
রানিনগর পুলিশের হাতে ধৃত চার বাংলাদেশি। অন্য দুজন ধৃত ডোমকলে।

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কাঁটাতার বেড়া ডিঙিয়ে ওপার থেকে এপারে আসতে গিয়ে ডোমকল থানার পুলিশের জালে আটকে গেলেন দুই বাংলাদেশি তরুণ। একইভাবে এপার থেকে বেআইনি পথে ওপারে যেতে গিয়ে রানীনগর থানার পুলিশে হাতে গ্রেফতার হলেন চারজন বাংলাদেশি।

পুলিশ সূত্রে জানা যায়, বেআইনিভাবে রাতের অন্ধকারে জলঙ্গী সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে পা রাখে দুই বাংলাদেশি তরুণ আকাশ শেখ ও রবি ওরফে শাওন শেখ। ডোমকলের ভাতশালা মোড়ে রাত বারোটা নাগাদ অটো ধরার জন্য অপেক্ষা করছিল। তাঁদের কথাবার্তা ও চালচলন দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পুলিশের জেরায় অবশেষে তারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে এসেছে বলে স্বীকার করে।

বহরমপুর থেকে ট্রেন ধরে মুম্বইতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যেই তারা এদেশে এসেছে বলে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। তবে কাদের বরাভয়ে কাঁটাতার ডিঙোনোর সাহস পেলো কিশোরগঞ্জের ওই দুই তরুণ, এর পেছনে কোনও দালালচক্র কাজ করছে কিনা ধৃতদের হেফাজতে নিয়ে বিশদে জানতে চাইছে পুলিশ। আজ বহরমপুর আদালতে তাঁদের তোলা হবে।

অন্যদিকে বেঙ্গালুরু থেকে কাজ সেরে বাংলাদেশে নিজেদের ভিটেতে ফিরে যাওয়ার পথে রানিনগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চারজন বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কালীনগর এক নম্বর গ্রামপঞ্চায়েতের হারুডাঙায় অভিযান চালায় রানিনগর থানার পুলিশ। সেই সময় রাজশাহীর চার যুবক মহ. তরিকুল ইসলাম, মহ. জসিমুদ্দিন, মহ. নূর ইসলাম, মহ. রবিউল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।

কাদের মাধ্যমে তারা এদেশে ঢুকল, তারা হারুডাঙায় কীভাবে এল তা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বলে জানান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ। তিনি বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আমরা এদেশের দালালের খোঁজ পেয়েছি। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।” এক্ষেত্রে ধৃত বাংলাদেশিদের জেল হেফাজত হবে বলে জানান লালবাগ কোর্টের আইনজীবি আবিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights