প্রয়াত বহরমপুরের কংগ্রেস কাউন্সিলর গোপাল সিংহ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন বহরমপুর পুরসভার কাউন্সিলর গোপাল সিংহ। রবিবার সকাল সাতটা ১০ মিনিট নাগাদ তাঁর জীবানাবসান হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বহরমপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি পরপর তিনবার কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি দূরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন। এদিন তাঁর মৃত্যুতে শোকের ছায়া জেলা কংগ্রেসে।

অধীর চৌধুরীর ছায়াসঙ্গী হিসেবে গোপালের প্রাথমিক পরিচয়। ভাঙনের মুখে দাঁড়িয়েও তিনি হাত ছাড়েন নি বহরমপুরের রবিনহুডের। আজ তাঁর মৃত্যু ছেদ টানল সেই সম্পর্কে। বহরমপুরের কালীপুজো বলতে প্রথমেই জনমনে ফুটে ওঠে সান্টাফোকিয়ার কথা। যা লোকমুখে অধীর পুজো বলে পরিচিত। সেই পুজোর দায়িত্ব দীর্ঘদিন বহন করেছিলেন গোপাল। শারীরিক অসুস্থতার কারণে শেষবার তাঁকে সম্পাদক পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুতে শহর কংগ্রেসের বড় ক্ষতি হল বলে জানান বহরমপুর শহর কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস (পাপু)।

কংগ্রেসের প্রতীকে জিতলেও ” কংগ্রেসের শহর বহরমপুরে” অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল ছিল। তাঁর পরামর্শ চাইত তৃণমূলও। বহরমপুরের বিধায়ক বিজেপি’র সুব্রত ওরফে কাঞ্চন মৈত্র বলেন, ” আমার নিজের দাদা নেই। আমি তাঁকে দাদার মতো শ্রদ্ধা করতাম। উনিও আমাকে ভালবাসতেন ভাইয়ের মতো। আজ যেন নিজের দাদাকেই হারালাম।” তাঁর মৃত্যুর খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন কাঞ্চন।তিনি আরও বলেন, ” শারীরিক অসুস্থতা নিয়ে যে হাসপাতালে যখন ভর্তি হয়েছেন, রক্তের প্রয়োজনই হোক আর অক্সিজেন সিলিন্ডারের যখন যেমন প্রয়োজন যতটা পেরেছি সাহায্য করেছি। তাঁর সঙ্গে রাজনৈতিক নয় ছিল হৃদয়ের যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights