হাতের নাগালে পর্যটকের ডানা ” মুর্শিদাবাদ সফর “

Social Share
মলাট উন্মোচন মঞ্চে লেখক সহ অতিথিরা

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আলো-ছায়া সামলে বিষয়বস্তুকে নিজস্ব দৃষ্টিতে লেন্সবন্দি করে তার গল্প যিনি শোনান তিনি তো আলোকচিত্র শিল্পী। না কি সাংবাদিক, যিনি সত্যিটা সমাজের সামনে তুলে ধরেন দিনের আলোর মতো। মুর্শিদাবাদ শহরের বাসিন্দা শান্তনু বিশ্বাস তেমনই একজন আলোকচিত্রী, যিনি শুধু শিল্পীই নন একজন সাংবাদিকও। ইতিহাসের শহর মুর্শিদাবাদের অলিগলি যাঁর হাতের তালুর মতো চেনা। তাঁর ক্যামেরায় ধরা পড়ে ইতিহাসের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ইতিহাস। যিনি ছবি তোলার পাশাপাশি সংগ্রহ করেন তথ্যও। দুই মলাটে বন্দি তাঁর সেই সফরই হয়ে ওঠে পর্যটকের ডানা।

আগামী কাল মুর্শিদাবাদ জেলা বইমেলা শুরু। তার আগে শীত বিকেলে বহরমপুর শিল্পতালুকের এক হোটেলের সভাকক্ষে মলাট বন্দি সেই সফর সূচির উন্মোচন হল আর এক আলোকচিত্রী বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায়ের হাত ধরে। এই বইয়ের মলাট উন্মোচন মঞ্চে হাজির ছিলেন অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক আলোকচিত্রী সোমনাথ বিশ্বাস। দুই সরকারি আধিকারিকই মূলত পাখির ছবি তোলায় দক্ষ। যা বলে যায় কত জানা-অজানা পাখির গল্প।

এদিন শান্তনুর বই উদ্বোধন করে মহকুমা শাসক বলেন, ” যার ঐতিহাসিক গুরুত্ব আছে তার এমন সচিত্র পুস্তক জেলার ইতিহাসকে জানতে সাহায্য করবে বলে মনে হয়।” সোমনাথ বিশ্বাস বলেন, ” রঙিন ছবি দিয়ে এমন বিবরণধর্মী বই এর আগে আমার নজরে পড়ে নি।” মঞ্চে উপস্থিত ইতিহাসের অধ্যাপক রাজর্ষী চক্রবর্তী বলেন, ” বইয়ের ছবিগুলোও সুন্দর। মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও পর্যটন স্থানগুলি তুলে ধরবে শান্তনুদা’র বই। কাজে লাগবে পর্যটকদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights