স্কুল পরিচালন কমিটির নির্বাচন চেয়ে এসপিকে ডেপুটেশন দিল এবিটিএ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতা বলে রাজ্যের প্রায় প্রত্যেকটি স্কুলে নিজের দলের নেতা বা কর্মীকে স্কুল পরিচালন কমিটির সভাপতি পদে বসিয়ে দিয়েছে। ২০২১ সালে নির্বাচনে নিরঙ্কুশ জিতে ২০২২ এর পুজোর আশেপাশে স্কুল গুলিতে সভাপতি পদে বসানো হয়েছিল শাসকদলের নেতা কিংবা শাসক দলের বৃত্তে থাকা একাংশ কর্মরত শিক্ষককেও। যদিও তা নিয়ে জলঘোলা কম হয়নি। কোথাও কোথাও বিরোধী স্বরকে ঠেলে এগিয়ে যেতে না পেরে নির্বাচন হয়েছিল। কিন্তু তা প্রহসনে পরিণত হয়। এমনটাই দাবি বিরোধী শিবিরের।

গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পরিচালনা না হওয়ায় রানিনগরের শেখপাড়া বিকেআরবি উচ্চমাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জল সিংহ রায়ের মতো গুণি শিক্ষকের অপমৃত্যু হয়, কাটমানি কামাতে অভ্যস্ত তৃণমূল নেতাদের চাপে। আর তাই স্কুলগুলিতে ফের নির্বাচন চাই। এই দাবি জানিয়ে বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি প্রতিবাদ সভা করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার নেতারা। একইসঙ্গে উজ্জল সিংহের অপমৃত্যুর জন্য দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা। এই দুই দাবি সহ মোট তিন দফা দাবি জানিয়ে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেন।

যদিও ডোমকল থানার পুলিশ মৃত শিক্ষকের স্ত্রী’র লিখিত অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের মূল অভিযুক্ত আইনাল হককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। ধৃত রানিনগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ হওয়ায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার গোড়ায় পৌঁছতে চাইছে পুলিশ। ওইদিনই ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এবিটিএ জেলা সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “অপরাধী দের কঠোর শাস্তির দাবিতে, স্কুল গুলিতে নৈরাজ্য দূর করতে এবং প্রতিটি স্কুলে নির্বাচিত পরিচালন সমিতি গঠনের দাবিতে এবিটিএ র লড়াই জারি থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights