নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বাংলায় কংগ্রেসের শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। সর্বভারতীয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাইছেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে লোকসভা নির্বাচনের তরী পার করতে। কিন্তু বেঁকে বসছেন সোনিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ( Adhir Chowdhury)। তিনি চাইছেন, বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে ভোটের লড়াই লড়ুক কংগ্রেস। স্বাভাবিকভাবেই দোলাচলে বঙ্গ কংগ্রেসের নীচুতলার কর্মীরা।
বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে লোকসভা নির্বাচনে তাঁদের জোট বাঁধার কথা চলছে বলে দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ ( Joyram Ramesh)। যদিও তা পাকা কথা নয় বলেও জানিয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। শনিবার বহরমপুরে দলের জেলা কার্যালয়ে বসে অধীর বলেন, ” আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি।আমার অগোচরে যদি কথা হয়ে থাকে সেটা আমার জানার কথা নয়।” পাল্টা ‘ইন্ডিয়া’ জোটের আর এক সঙ্গী সিপিএমের সঙ্গে যে বাংলার কংগ্রেস গাঁটছড়া বাঁধার কথাবার্তা শুরু হয়েছে বলে হাইকমান্ডকে একইসঙ্গে বার্তাও দিয়েছেন অধীর। তিনি বলেন, ” এই রাজ্যের সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে আমার কথা শুরু হয়েছে। আমরা চাই পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে নির্বাচনে লড়তে।”
এখানেই থামেন নি বহরমপুরের সাংসদ (MP)। তিনি আরও বলেন, ” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন রাহুল গান্ধী আমার নেতা। এখন তিনি পাল্টি খাচ্ছেন। কারণ, তৃণমূলের একাংশ মানুষ ভাবছেন আমরা যদি ‘ইন্ডিয়া’ জোটে না যাই তাহলে সংখ্যালঘু ভোট তাঁরা পাবেন না। আর একটা অংশ ভাবছে যদি ইন্ডিয়া জোটের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াই তাহলে ইডি,সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা তাদের পক্ষে বিপজ্জনক সেটা ভাবতেই ব্যস্ত তাঁরা। তাই বিষয়টি ভাসিয়ে রাখা হয়েছে।”
এর আগে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধতে ‘কাঁটা’ যে অধীর তা তৃণমূল শীর্ষ নেতৃত্ব কখনও সরাসরি কখনও ঘুরিয়ে সেই বার্তা দিয়েছেন। যদিও বহরমপুরে এই মাসের ১৬ তারিখে মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর জোটের আসন বন্টন নিয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হওয়ার কথা ছিল। সেলিম প্রকাশ্যে সেই কথা স্বীকার করলেও অধীর তা অস্বীকার করেছিলেন। এদিন অবশ্য রাখঢাক না করে বামেদের সঙ্গে তাঁর বঙ্গে নির্বাচনী বোঝাপড়ার কথা জানিয়ে দেওয়ায় কংগ্রেসের দিল্লির নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করে কি না সেদিকেই তাকিয়ে রাজনীতির আঙিনা।