ডোমকলের পর রেজিনগর, ফের বোমা বিস্ফোরণে মৃত্যু

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ একাদশীর দিন ডোমকলে বোমা বাঁধতে গিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। চব্বিশ ঘণ্টাও কাটেনি, বোমা বিস্ফোরণে এবার মৃত্য হল রেজিনগরের এক বাসিন্দার। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি নির্মীয়মান বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফাঁকা বাড়িতে রাতের অন্ধকারে বোমা বাঁধছিল তিনজন। সেই সময় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে জেরে এক ব্যক্তির মৃত্যু হয়। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন, “মৃতের নাম ওসমান বিশ্বাস। মূল অভিযুক্ত ছেতিয়ানি ঘোষপাড়া্র বাসিন্দা ওয়াজ করীম শেখ ও মির্জাপুরের বাসিন্দা নবাব শেখকে গ্রেফতার করা হয়েছে।” খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। ঘটনাস্থল থেকে তাঁরা উদ্ধার করেন তিনটি জার ভর্তি সকেট বোমা। বোমা রাখা ছিল বাড়ি লাগোয়া বাঁশবাগানে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে স্থানীয় মানুষজন ও ওসমানের পরিবারের দাবি, ” তকিপুরের বাসিন্দা ওসমান মৃত না জীবিত তা আমরা জানি না। আমরা ঘটনাস্থলে রক্ত দেখতে পারছি। কিন্তু মারা গেলে তার দেহ এখনও আমরা পাইনি।” তাঁর স্ত্রী সামিরা বিবি জানিয়েছেন ” কাল রাত সাড়ে সাতটা নাগাদ তিনজন আমার স্বামীকে বোমা বাঁধার কাজে ডেকে নিয়ে যায়। তারপর শুনছি এই ঘটনা। আমার মনে হচ্ছে বোমা বিস্ফোরণে মৃত্যু হতে পারে কিন্তু তাঁকে দেখতে পাইনি। পুলিশ আমার স্বামীর দেহই দেখাক।”

রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীও পুলিশকে ওসমানের দেহ ফেরাতে অনুরোধ করে বলেন, “এই ঘটনার পিছনে বড় মাথা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। নির্বাচনের এখনও দেরি আছে। কিন্তু বোমা বাঁধছিল কেন কে বাঁধতে বলেছিল তা সামনে আসুক।” পরে তার দেহ নদী থেকে উদ্ধার হয়েছে‌। তবে নদীতে তার দেহ কী করে পাওয়া গেল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। পুজোর রেশ এখনও কাটেনি। তারমধ্যেই মুর্শিদাবাদের একের পর এক থানা থেকে খবর আসছে বোমা বিস্ফোরণের। বারুদের স্তপেই রয়েছে মুর্শিদাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights