অ্যামনেস্টি স্কিমের ওয়ার্কশপ হয়ে গেল বহরমপুরে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ জিএসটি-র বোঝা কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) GST আইনের ধারা ১২৮এ এর অধীনে একটি অ্যামনেস্টি স্কিম ঘোষণা করেছে। এই প্রকল্পে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই আর্থিক বছরের জন্য সুদ এবং জরিমানা মুকুবের ব্যবস্থাও করা হয়েছে।

২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ যেসব করদাতা এই বছরগুলিতে শো-কজ নোটিশ পেয়েছেন, তারা জিএসটি পোর্টালে অনলাইনে আবেদন করে এই সুযোগটি নিতে পারবেন। এই প্রকল্পের অধীনে কর পরিশোধের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি অ্যামনেস্টি স্কিম অনেক করদাতার আর্থিক বোঝা লাঘব করে তাদের উপকার করবে বলে আশা করা হচ্ছে। সচেতনতা তৈরি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিশদে আলোচনা করতে বুধবার বহরমপুরে একটি কর্মশালার আয়োজন করেছিল মুর্শিদাবাদ জেলা কর দফতর। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা কর দফতরের আধিকারিকরা। এই কর্মশালায় বিশেষজ্ঞরা স্কিমের বিধান, প্রাসঙ্গিক নিয়ম এবং আবেদনের পদ্ধতি ব্যাখ্যা করেন।

আয়কর পরামর্শদাতা সুপ্রীয় মুখোপাধ্যায় বলেন, ” মূল কর আদায় করতে সরকার সুদ ও জরিমানা মুকুবের ব্যবস্থা করেছে। সেই বিষয়েই বিশেষজ্ঞরা একটা কর্মশালা আয়োজন করা হয়েছিল নদিয়া ও মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ী ও আয়কর পরামর্শদাতাদের জন্য।”

আর এক আয়কর পরামর্শ দাতা অলোকনাথ সাহা বলেই, “সরকারের এই উদ্যোগে অনেক ব্যবসায়ীর সুদ ও জরিমানা মুকুবের সুযোগ থাকায় অনেকেই উপকৃত হবে। যদিও জেলার অনেক ব্যবসায়ী এই সুযোগ আসার আগে সুদ ও জরিমানা সরকারকে পরিশোধও করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights