ব্যাবসায়ী শেখরের ডাকে হাজার মানুষ রক্ত দিলেন স্বেচ্ছায়

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নয় নয় করে ন’ বছর ধরে বহরমপুরে রক্তদান শিবিরের আয়োজন করছেন ব্যবসায়ী শেখর মারোঠি। প্রত্যেক বছর তাঁর ডাকে স্বেচ্ছায় রক্ত দিতে হাজির হয়ে যান বহু মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই বছর যা হয়েছে তা এই রক্তদান শিবিরের ইতিহাসে ব্যতিক্রম। মঙ্গলবার নেতাজী রোডে শেখর মারোঠির বস্ত্র প্রতিষ্ঠান ‘সুনীতা’-র কাছে অস্থায়ী শিবিরে এসে ১,১৩৪ জন মানুষ রক্ত দিয়েছেন স্বেচ্ছায় ।

মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে শহীদ ক্ষুদিরাম পাঠাগার। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক নীলেন্দু শেখর সাহাও সাধুবাদ জানান এই উদ্যোগকে। তাঁদের সংস্থাও বছরে একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করে। তাঁদের আয়োজিত রক্তদান শিবিরে সর্বোচ্চ ৪৬৪ জন মহিলা স্বেচ্ছায় রক্ত দান করেছিলেন। এদিন রেকর্ড সংখ্যক রক্তদাতার আয়োজন করে শেখর মারোঠির দাবি, ” প্রতিবছরই মানুষ আসেন রক্ত দিতে। আমাদের লক্ষ্য থাকে হাজার জনের। আটশো-ন’শো করে মানুষ গত বছর গুলোতেও এসেছিলেন। তবে এবার হাজার ছাড়িয়ে গিয়েছে।”

সারা বছর ব্লাড ব্যাঙ্কগুলি রক্তাল্পতায় ভোগে। এই ধরনের শিবির সেই সংকট কাটাতে সাহায্য করে দাবি করে নীলেন্দুর দাবি, ” এই আয়োজন বছরে আরও কয়েকবার করলে আমাদের জেলার সব ব্ল্যাড ব্যাঙ্ক গুলোতে পৌঁছে যাবে। রক্তে আকাল কমবে।”

এই শিবির থেকে যে রক্ত সংগ্রহ হয়েছে তা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও লালবাগ মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল, সুশান্ত মজুমদার, এস চট্টরাজ সহ একাধিক চিকিৎসক। জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন, বর্ষীয়ান নেতা অশোক দাস সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরাও শিবিরে হাজির ছিলেন। এদিনের রক্তদান শিবিরে ১০ জন ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ দান করা হয় বলেও জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights