
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ দিশাহীন ঘুরে বেড়ানো এক কিশোরীকে উদ্ধার করল বহরমপুর মহিলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পঞ্চাননতলা রেল গেটের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, করিমপুর থেকে বাসে করে বহরমপুর পঞ্চাননতলায় নামে ওই কিশোরী। সেখানে তাকে একলা ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষজন মহিলা থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশু কল্যাণ সমিতি (Child Welfare Committee)- র সঙ্গে যোগাযোগ করে কিশোরীকে হোমে পাঠানো হয়েছে।
জানা যায়, মেয়েটির তিন বোন, এক ভাই। দুই বোনের বিয়ে হয়েছে ডোমকলে। তার আসল বাড়ি কোথায় তা এখনও নিশ্চিত হতে পারেননি শিশু কল্যাণ সমিতির সদস্যরা। সমিতির চেয়ারম্যান সোমা ভৌমিক জানান, মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে ও তার বছর দশেকের ভাই তাদের দাদুর বাড়ি হাওড়ায় থাকত। দুই সন্তানকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মেয়েটির মা সম্প্রতি একটি বিয়ে করেছেন। এই নিয়ে তৃতীয়বার বিয়ে করেছেন ওই মহিলা।
আর্থিক অবস্থা খারাপ হওয়ায় দাদু দুই ভাই-বোনের দায়িত্ব নিতে নারাজ। তখন এই কিশোরীর মা মেয়েকে বাসে তুলে দিয়ে যেদিকে দু-চোখ যায় চলে যাওয়ার নিদান দেন বলে মহিলা পুলিশ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়েটির দিদিদের সঙ্গেও সমিতির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারাও মেয়েটিকে নিতে চায়নি বলে জানিয়ে দেন। উল্টে তাঁদের সঙ্গে যোগাযোগ করতেও বারণ করেছেন তাঁরা। বাবার খোঁজ অবশ্য মেয়েটি দিতে পারেনি।
সোমা বলেন, ” মেয়েটির এখনও ভয়ের মধ্যে আছে। মেয়েটির কাউন্সিলিং করা হবে। ওর দাদুর সঙ্গেও কথা বলা হবে। আরও নতুন তথ্য সামনে আসবে। এর আগে আইসিডিএসে একবার দু-বার গেলেও মেয়েটি স্কুলেও যেত না বলেই জানিয়েছে।” ওই কিশোরী যাতে জীবনের মূল স্রোতে ফিরতে পারে তার জন্য সমস্তরকম ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান।