বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ দিন তিনেক নিখোঁজ থাকার পর ভাগীরথি থেকে মিলল শিক্ষকের নিথর দেহ। সাত সকালে বহরমপুরের শাহাজাদপুর এলাকায় একটি দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন। তারাই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুভাষ ঘোষ। ভগবানগোলা নশিপুর হাইস্কুলের শিক্ষক সুভাষ দিন কয়েক আগে থেকেই নিখোঁজ ছিলেন। বহরমপুর থানার লালদিঘির বাসিন্দা সুভাষ. চলতি মাসের ১২ তারিখ থানায় একটি নিঁখোজ ডায়েরিও করে মৃত সুভাষের বাড়ির লোক। খুঁজতে নেমে পুলিশ রামেন্দ্রসুন্দর ত্রিবেদি সেতুর উপর সুভাষের বাইক উদ্ধার করে। তবে মৃত্যুর পেছনে আত্মহত্যা নাকি অন্য কারণ তা পুলিশ খতিয়ে দেখছে।