বহরমপুরে বোমা বিস্ফোরণ, আহতেরা হাসপাতালে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। এবার খোদ সদরে। বুধবার বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকার বহড়া গ্রামে। বোমা বিস্ফোরণে আহত হয় একজন নাবালক ও একজন মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আতাউর শেখের বাড়ির কাছে বোমা নিয়ে খেলছিল বছর এগারোর এক নাবালক। সেই বোমা নিয়ে ওই নাবালক ঘরে আসে। সেটা বাইরে রেখে আসতে বললে তা আগের জায়গায় রাখতে গিয়েই ঘটে বিপত্তি। দেওয়ালে ধাক্কা লেগে সেই বোমা ফেটে যায়। আহত হয় নাবালক। তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে। ক্ষতিগ্রস্থ বাম পা। বোমার আঘাতে আহত হন ওই নাবালকের এক আত্মীয়াও।

মুর্শিদাবাদ জেলায় যেন আনাচে কানাচে ছড়িয়ে থাকে বোমা। আর তার জেরে কখনও কেউ গুরুতর আহত হয় কারও মৃত্যুও হয়। বোমার আঘাতে শুধু আহত হওয়াই নয়, প্রাণও গিয়েছে বহু নাবালকের। পুলিশ অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এলাকায় তল্লাশি চালায়। কীভাবে বাঁশ বাগানের মধ্যে ওই বোমা এল তা অবশ্য এখনও জানতে পারেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। আহত ওই নাবালক ও তাঁর আত্মীয়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights