
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: এসআইআর আবহে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের তিন তারিখ জেলায় সাংগঠনিক সভা করতে আসছেন বলে সূত্রের খবর। ওই দিন বেলা বারোটায় বহরমপুর স্টেডিয়ামে মুর্শিদাবাদের দুই সংগঠনের নেতাদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ দিন। তার আগের দিন মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যূষিত জেলায় শাসক দলের সাংগঠনিক সভা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
চলতি মাসের বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে জনসভার ডাক দিয়েছেন অধীর চৌধুরী। সেই জনসভায় মুখ বেঁধে দেওয়া হয়েছে এসআইআরে। শুভেন্দু অধিকারী ঘুরে গিয়েছেন মুর্শিদাবাদ। এই সময় শাসক দলের নেত্রী বেছে নিলেন মুর্শিদাবাদকেই। ধরে নেওয়া হচ্ছে ওইদিন ফের বিজেপিকে নিশানা করে জেলার মুসলিমদের বরাভয় দেবেন মমতা।