নবমীর আকাশ মেঘলা, আদ্রতায় ভরা পরিবেশে বৃষ্টির আভাস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বাদ গেল না নবমীও। সকাল হতেই বহরমপুরে শুরু হল বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ায় তা নিম্নচাপ তৈরি করেছে। ফলে বৃষ্টির পরিমাণ গত তিন দিনের থেকে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিনে চড়া রোদ আর মাঝে মাঝেই বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টি পুজোর পরিবেশকে গুমোট করে রেখেছে উৎসবের শুরু থেকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ” বাতাসে আদ্রতা বেশি থাকায় পরিবেশ বদলে গিয়েছে।”

পুজোয় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল। কিন্তু তা যে অক্ষরে অক্ষরে মিলে যাবে তা বিশ্বাস করতে পারেননি অনেকেই। তবে টানা বৃষ্টিপাত না হওয়ায় প্যান্ডেল হপিংয়ে বাধা হয়নি আবহাওয়া। আদ্রতা বেশ থাকায় অস্বস্তি নিয়েই মানুষ ছিলেন মন্ডপ মুখী। সপ্তমীর ভিড়কে ছাপিয়ে অষ্টমীর রাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মন্ডপ সজ্জা ও প্রতিমা দর্শন করেছেন বহরমপুর ও তার আশেপাশের মানুষজন।

আজ বুধবার সূর্যোদয় হয়েছে সকাল ৫.২৯ এ। সূর্যাস্থ বিকেল ৫.২৫ এ। এদিন সকাল থেকেই মেঘের গর্জন শুরু হয়েছে। আজও মাঝে মাঝে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনভর আপেক্ষিক আদ্রতাও থাকবে বেশি। সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল ৭২.১৭ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রীর কাছাকাছি। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হলুদ সতর্কতা সহ জানিয়েছে আজ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রাতের দিকে তাপমাত্রা কিঞ্চিত কমলেও বাড়বে আপেক্ষিক আদ্রতা। বাড়বে অস্বস্তিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights