ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু মিছিল গুজরাতে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ আগুন লেগে যায় শনিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা যায়, ২৭জনের ও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগজন শিশু। এখনও অব্যহত উদ্ধার কাজ। সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, ” ওই গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। তাঁর বিরুদ্ধে গাফিলতির মামলা দায়ের করা হয়েছে।” ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ) পার্থরাজ গোহেল জানিয়েছেন, গেমিং জোনের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই গেমিং জোনে কী করে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। পুলিশ অবশ্য জানিয়েছে, উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পূর্ণমাত্রায় তদন্ত শুরু করা সম্ভব হবে না। তদন্ত শুরু হলে বিষয়টি আরও পরিস্কার হবে। এদিকে গুজরাটের মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজ শুরু করতে মিউনিসিপ্যাল কর্পোরেশন ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আহত হয়েছে তাদের উদ্ধারের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ঘটনার তদন্তে SIT গঠন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘রেমাল’-এর আশঙ্কায় বাতিল ট্রেন, বিমানও

রাজকোটের জেলাশাসক জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলেও দুর্ঘটনাস্থল থেকে এখনও গলগল করে ধোঁয়া বেরচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে ধ্বংসাবশেষের নিচে আরও বেশি লোক নীচে আটকে থাকতে পারে।

(ইনপুটঃ নিউজ এজেন্সি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights