
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ লালদিঘির এপারে বহরমপুর পুরসভা, ওপারে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন। সেই লালদিঘিতে এবারের শারদোৎসবে ফিরল পঁচিশ বছর আগের স্মৃতি। চলতি বছর লালদিঘিতে তৈরি হয়েছে দিল্লির “লোটাস টেম্পল”এর ধাঁচে পুজো মন্ডপ। আর তা তৈরি হয়েছে পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের উদ্যোগে। স্মৃতি ফিরিয়ে আনায় শহরবাসী তাঁকে ধন্যবাদও জানাচ্ছেন।
ফিতে কেটে পঞ্চমীর দিন এই মন্ডপের উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষী মিত্র ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরপ্রধান। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ। এদিন এই পুজো মন্ডপে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি শহরের আরো ন’টি পুজো মন্ডপে উপস্থিত ছিলেন। তারমধ্যে কান্দি বাসস্ট্যান্ডের দুর্গা পুজোর উদ্বোধনের ভার ছিল তার কাঁধে।
জলের মধ্যে পুজো মন্ডপ দেখে আপ্লুত জেলাশাসক প্রশংসা করেন মন্ডপ নির্মাতাদের। তিনি বলেন ” পদ্ম জলেই শোভা পায়। এই মন্ডপ তৈরি করাও খুব শক্ত। অপূর্ব লাগছে দেখতেও।” তিনি সিডনি-র অপেরা হাউজের সঙ্গে এই মন্দিরের তুলনা করেন। জেলা পুলিশ সুপারও বলেন ” দূর থেকে এই মন্ডপ দেখতে খুব সুন্দর লাগছে।”
একসময় এই লালদিঘিতে ফি বছর দুর্গা পুজোয় মন্ডপ তৈরি হতো। আর জলের মধ্যে পুজো মন্ডপ দেখতে ভিড় উপচে পড়তো জেলাবাসীর। পরে নানান কারণে তা বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে লালদিঘিকেও পুরসভা সাজিয়ে তোলে। সেখানে ফের দুর্গা মন্ডপ তৈরি হওয়ায় খুশি শহরের সেলফি প্রেমী প্রজন্মও।