শেষরক্ষা হল না, প্রয়াত হলেন ডোমকলের বিধায়ক

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ শেষ রক্ষা হল না। চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও তিন কন্যাকে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জাফিকুল। তিনি চিকিৎসার জন্য ভিন রাজ্যেও গিয়েছিলেন। ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর দূরারোগ্য রোগের কথা পরিবারের কেউ জানতেন না। পরিবারের মানুষজন পাছে দুঃশ্চিন্তা করে তাই আলোচনা করতেন না। অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর শরীরে হিমোগ্লবিন ও বিলিরুবিন ওঠানামা করছিল। গত মাসে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

প্রাথমিকভাবে সেখানে সুস্থ হয়ে উঠলেও তাঁকে বাঁচানো গেল না শেষ পর্যন্ত।.২০২১ সালে বিধানসভা নির্বাচনে ডোমকল থেকে জিতে মুর্শিদাবাদে তৃণমূলের শক্তি বাড়িয়ে ছিলেন জাফিকুল। ২০২৪ সালেও তৃণমূলের গড় হিসেবে ডোমকল প্রতিষ্ঠিত হয়েছিল তাঁরই নেতৃত্বে। তার আগের বছর ২০২৩ সালের ডিসেম্বরে সিবিআই হানা দিয়েছিল জাফিকুলের ডেরায়।তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের দাবি করলেও শেষ দিন পর্যন্ত সিবিআই তাঁকে সাজা দিতে পারেনি।

তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেন। তিনি ছিলেন ডোমকল পুরসভার প্রশাসকও। শারিরীক অবস্থার কথা বিবেচনা করে তিনি দলকে ওই পদ থেকে তাঁকে অব্যহতির আবেদন জানিয়েছিলেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে দিন কয়েক আগে ডোমকলের মহকুমা শাসকের কাঁধে পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে না ফেরার দেশে পাড়ি দিলেন জাফিকুল। যা শাসক শিবিরে বড় ক্ষতি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

তিন ভাইয়ের মেজ জাফিকুলের প্রাথমিক পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানের একজন মালিক হিসেবে। মুড়ি মিলের ব্যবসা থেকে একাধিক কলেজের মালিক। তাঁর বাস্তুভিটে গোবিন্দপুরে বিএড-ডিএড কলেজ। ফার্মাসিস্ট ও পলিটেকনিক কলেজ সহ মোট সাতটি কলেজের মালিক ছিলেন ডোমকলের বিধায়ক। এমনকি ডোমকলের একটি পেট্রল পাম্পের মালিক ছিলেন জাফিকুল। বিধায়ক হওয়ার আগে তিনি ছিলেন ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই সময় পুরপ্রধান ছিলেন সৌমিক হোসেন। সৌমিককে সরিয়ে সেই সময়ের বিক্ষুব্ধ কাউন্সিলরদে নিয়ে চেয়ারম্যান হয়েছিলেন জাফিকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights