চা খেতে গিয়ে হরিহরপাড়ায় খুন বৃদ্ধ, তদন্তে পুলিশ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের পদ্মনাভপুর গ্রামে চা খাওয়ার সময় খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম আব্দুল খালেক মণ্ডল ওরফে লালটু (৫৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃত খালেক বাড়ির পাশেই একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় দোকানদার লাল্টু হঠাৎ বাড়ি থেকে একটি ধারালো হাসুয়া এনে এলোপাথাড়ি কোপাতে শুরু করে খালেককে, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলেই গুরুতর জখম হন খালেক। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত চায়ের দোকানদার পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights