সমসেরগঞ্জে মেয়েকে খুন করল বাবা, ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবারও

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কন্যা সন্তান হওয়াই ছিল দম্পত্তির অশান্তির কারণ। সেই অশান্তি থেকে দেড় বছরের মেয়েকে আছাড় মেরে মারে বাবা নাইম আখতার। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর একমাত্র মেয়ের মৃত্যু হয়। মৃত্যুর পরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে নাইমেরও। ঘটনাটি ঘটেছে সমসেরগঞ্জের দেবীদাসপুর এলাকায়। স্বামী ও একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর সুলেখা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে নাইমের সঙ্গে বিয়ে হয় সমসেরগঞ্জের ভাসাইপাইকর অঞ্চলের ইসলামপুরের মেয়ে সুলেখার। কিন্তু কন্যা সন্তান জন্ম হওয়ায় উভয়ের মধ্যে অশান্তি শুরু হয়। সুলেখাকে মারধরের অভিযোগও ওঠে নাইম ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আর সেই ক্ষোভ থেকেই এদিন এক রত্তি মেয়েকে নইম আছড়ে মেরে ফেলে রবিবার। তারপর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে খবর আসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে নইমের।

তা আত্মহত্যা না কি নিছক দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে নইমের পরিবার ও পাড়ায়। অনেকের দাবি, “মানসিকভাবে অস্থির ছিল নইম। তার থেকে আত্মহত্যা করতে পারে।” সমসেরগঞ্জ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights