
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এসআইআর আবহে ভারতের মাটিতে বসে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল চারজন বাংলাদেশির বিরুদ্ধে। তাদের দু’জন ঢাকার বাসিন্দা বাকি দু’জনের বাড়ি বাংলাদেশে যশোরে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ পুলিশের সাইবার থানা তল্লাশি চালিয়ে বড়ঞা থানা থেকে তাদেরকে গ্রেফতার করেছে। এই জালিয়াতির পিছনে মূল মাথা ভারতের তিন জন। সোনারুল শেখ, ফিরোজ শেখ, মহম্মদ আরিফ খান যাদের বাড়ি বড়ঞা থানা এলাকায়। পুলিশ তাদেরকেও গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ব্যাঙ্কের এটিএম কার্ড, সিম কার্ড মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সাইবার জালিয়াতির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতরা কীভাবে এই আর্থিক জালিয়াতি চালাত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিং।