
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এস আই আর এর অগ্রগতি খতিয়ে দেখতে জেলা সফরে বেড়িয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নদিয়ার বৈঠক শেষে সেই দল বুধবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে এসে পৌঁছায়। প্রতিনিধি দলে আছেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও। জেলার ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলার নির্বাচন নিবন্ধন আধিকারিক, সহকারি নির্বাচন নিবন্ধন আধিকারিক সহ উচ্চ পদস্থ কর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
গতকাল সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল কলকাতার উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ERO দের সঙ্গে বৈঠক করেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, মৃত ও স্থানান্তরিত বা ভুয়ো ভোটার এর নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না। সেই সংক্রান্ত আলোচনা করতে ও এনুমেরেশন ফর্ম বিলি সংক্রান্ত কোনও বিশেষ অসুবিধা হয়েছে কি না তা জানতেই এই বৈঠক বলে দাবি সূত্রের।