
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলি আজ পরিদর্শনে যাচ্ছেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছকভেঙে সিমেস্টার পদ্ধতিতে এমসিকিউ প্রশ্নে এই প্রথম কোনও স্কুল বোর্ডের পরীক্ষা হচ্ছে। যদিও সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু পড়ুয়া ও অভিভাবক মহলে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের মধ্যে বিশেষত জেলার সরকারি স্কুলের ছেলেমেয়েদের সেই সমস্যা বেশি। পড়ুয়াদের দাবি, এমসিকিউ প্রশ্নে অঙ্কের মতো বিষয়ের জন্য এক ঘন্টা পনেরো মিনিট সময় যথেষ্ট কম। তারমধ্যে নেই ক্যালকুলেটরের ব্যবহার। স্বাভাবিকভাবেই এই পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ার সম্ভাবনা বেশি বলে দাবি তাঁদের। যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর পরে সংসদ সভাপতি এই প্রশ্নে সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানালেও এখনও তার ঘোষণা হয়নি। পরের সিমেস্টারেও প্রস্তুতির জন্য হাতে সময় কম বলে দাবি পড়ুয়াদের।
আজ বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যার পরীক্ষা। সেই পরীক্ষায় জেলার পড়ুয়াদের মুখোমুখি হয়ে সমস্যা বিশদে জানতেই আজ তাঁর জেলায় আসা বলে দাবি সূত্রের।
এদিকে পরীক্ষার মরশুমে বহরমপুর ওয়াইএমএ মাঠে বাংলা ছবির প্রচারে আসছেন ছবির নায়ক-নায়িকারা। সেখানে উচ্চঃস্বরে মাইক বাজানোর আশঙ্কা করছেন অভিভাবকদের একাংশ। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি বলেই জানানো হচ্ছে। সেই প্রশ্নের মুখোমুখি হতে পারেন সংসদ সভাপতি ও।