
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ যুব দিবসে নিথর দেহ গ্রামে ফিরল মুর্শিদাবাদের যুবকের। মুম্বইয়ে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিক রিন্টু শেখকে। মাথায় হাতুড়ির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ উঠেছে রিন্টুর এক সঙ্গী ও রাজেন পাটিল নামে বিহারের এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার তার নিথর দেহ ফিরেছে গ্রামে। তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্টস ওয়ার্কাস ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কামাল হোসেন ক্ষোভ জানিয়ে বলেন, ” আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে সরকারের?”
মুর্শিদাবাদের রানিতলা থানার হাজিডাঙা গ্রামের বাসিন্দা রিন্টু মাসখানেক আগে রুজির টানে মুম্বইয়ে পাড়ি দিয়েছিল। সেখানে রায়গড জেলার পানভাল থানার উলওয়ে সেক্টর ২৮ এ রাজমিস্ত্রীর কাজ করতেন। সামান্য বচসা থেকে হাতাহাতি এবং বলপূর্বক হত্যা বলে রিন্টুর মৃত্যুকে ব্যাখা দিয়েছেন তাঁর সহকর্মীরা। তাঁর স্ত্রী ও বছর দেড়েকের এক শিশু সন্তান রয়েছে গ্রামে। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন রিন্টুর স্বজন। শোকের ছায়া গ্রাম জুড়ে। প্রশ্ন উঠেছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ীদের নিরাপত্তা নিয়ে।
দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি শ্রমিকদের মৃত্যু ঘটছে। বিশেষ করে মুর্শিদাবাদে। দিন কয়েক আগে সুতির জুয়েল রানাকে হত্যা করা হয় ওড়িশায়। ওই ঘটনায় আহত হয় জুয়েলের গ্রামের আরও দুই যুবক। বাংলার ভোটের হাওয়ায় যে ঘটনা রাজনীতির পালে হাওয়া দেয়। বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার রাজ্যে কাজের দাবিতে সরব হয়েছেন। শাসকদল ক্ষতিপূরণ দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
এদিন কামাল বলেন, ” এই হত্যাকাণ্ডের নিন্দা করছি। রাজ্যে আর কবে কাজ পাবে যুবকরা। এই দুদিনে এই রানীতলা থানার একই অঞ্চলে দুটি গ্রামের দু’জন পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল। আর কবে হুঁশ ফিরবে সরকারের?” তিনি পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি ও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তিনি আরও দাবি করেন, ” আমাদের রাজ্য ও মহারাষ্ট্রের সরকার যৌথ তদন্ত করে দেখুক কী ঘটেছিল সেখানে? এই হত্যার পেছনে আসল দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া নিশ্চিত করুক।”
মৃত পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রিন্টুর বাড়ি গিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির ভগবানগোলার প্রার্থী হুমায়ুন কবীর। তিনি ব্যক্তিগতভাবে পরিবারকে আর্থিক সাহায্য করেন বলে দলীয় সূত্রে খবর।