
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অমিত দাঁকে আজ বৃহস্পতিবার বদলির নির্দেশ পাঠাল স্বাস্থ্যভবন। বেশ কিছুদিন ধরেই এই বদলির কথা শোনা যাচ্ছিল। মেডিক্যাল কলেজের এক আধিকারিক বলেন, ” নভেম্বরে তাঁর বদলির কথা শুনেছিলাম। তা যে পুজোর শুরুতেই হয়ে যাবে তা বুঝতে পারিনি।” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে স্পেশাল সেক্রেটারি (মেডিক্যাল এডুকেশন) পদে তাঁকে বদলি করা হয়েছে।
তবে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে বদলির জন্য স্বাস্থ্যভবনে দরবার করছিলেন অমিত দাঁ। অবশেষে তাঁকে বদলি করা হল বৃহস্পতিবার।
গত বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তার দায়িত্বে ছিলেন সুপর্ণা দত্ত। সেখান থেকে এই সেপ্টেম্বরেই অস্থায়ী ভাবে মেডিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যশিক্ষার ওএসডি পদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এবার তাঁর হাতেই তুলে দেওয়া হতে পারে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভার। এমনটাই দাবি স্বাস্থ্যভবন সূত্রের।
যদিও সেই ব্যাপারে আপাতত কোনও সরকারি নির্দেশ আসে নি। অমিত দাঁ-র দায়িত্ব সামলাবেন আপাতত সহকারি অধ্যক্ষ হাসপাতাল সুপার অনাদি রায়চৌধুরী।