প্রয়াত জাকির হোসেন

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: বছর শেষের আগেই ফের নক্ষত্র পতন সংস্কৃতিক জগতে। ফুসফুসে সংক্রমণ নিয়ে প্রায় দিন পনেরোর লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন বিশিষ্ট তবলা বাদক জাকির হোসেন। সপ্তাহ দুয়েক আগে সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে হৃদরোগ ফুসফুসের সংক্রমণের কারণে তাকে ভর্তি করা হয়েছিল রবিবার সেখানেই তার জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ওস্তাদ জাকির হোসেন ছিলেন আর এক বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখার সন্তান।

১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ের মাহিমে তবলা বাদক, আল্লা রাখা এবং ববি বেগমের ঘরে জন্মগ্রহণ করেন জাকির হুসেন। খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি ঝোঁক পোষণ করেছিলেন। জাকির হুসেন মাত্র ৩ বছর বয়সে তাঁর বাবার কাছ থেকে মৃদং (একটি শাস্ত্রীয় তালবাদ্য বাদ্যযন্ত্র) বাজানো শিখেছিলেন এবং ১২ বছর বয়সে কনসার্টে পারফর্ম করতে শুরু করেন। অসাধারণ প্রতিভার কারণে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। চলতি বছর পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিশ্ব বিখ্যাত এই শাস্ত্রীয় সংগীত শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights