লড়াইয়ের ময়দানে বামেদের বাজি বুদ্ধ গড়ে সৃজন, তমলুকে সায়ন, খসড়ায় কাঁটা ছেঁড়া করছে কংগ্রেস

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ রিলে রেসে পিছিয়ে থেকেই শুরু করতে চাইছে কংগ্রেস। হয়ত দু-চার দিন পরে তারাও ঘোষণা করবে প্রার্থী তালিকা। সেই সময় কাজে লাগিয়ে আর একবার আসন সমঝোতার প্রশ্ন ঝালিয়ে নিচ্ছেন কংগ্রেসের প্রদেশ নেতারা। খসড়া কেটে ছিঁড়ে দেখছেন তাঁরা।

এদিকে জোটের শর্ত না মেনেই একতরফা আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ, দাবি বিমান বসুর। তার ঘন্টাখানেক পরে তাঁরাও প্রার্থী ঘোষণা করলেন। দেখা গেল যাদবপুরে জোটের দুই প্রার্থী একে অপরের প্রতিপক্ষ। বৃহস্পতিবার আইএসএফ(ISF) আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিয়েছে তারা।

যাদবপুর লোকসভা আসনে সিপিআই এম প্রার্থী করেছে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যকে। তবে আইএসএফের অন্য আসনে বামেরা প্রার্থী দেয়নি। মুর্শিদাবাদ আসনে সিপিএম প্রার্থী দিতে পারে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলে। সেক্ষেত্রে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের টিকিট পাওয়ার কথা। আর তা হলে মুর্শিদাবাদেও আইএসএফের সঙ্গে লড়াই হবে সুজনদের।

নওসাদের বক্তব্য অবশ্য এখনও মেলে নি। আইএসএফের সঙ্গে জোটের প্রশ্নে বিমান বাবু বলেন, “জোট কখনই ছিল না। আসন সমঝোতা ছিল। আমরা সবসময় আসন সমঝোতাতেই চলেছি নতুন কোনও ফ্রন্ট তৈরি করিনি।”

একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য বাম, কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চা নাম দিয়ে এক ছাতার তলায় দাঁড়িয়ে লড়াই করেছিল প্রতিপক্ষ তৃণমূল বিজেপি-র বিরুদ্ধে। সিকে ছিঁড়েছিল আইএসএফেরই।

কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী আবার বলেন, ” আমাদের সঙ্গে বামেরা প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা করেনি।” তবে এটাও বলেন, “হয়ত আমার সঙ্গে আলোচনা হয় নি। অন্য কারও সঙ্গে আলোচনা করেছেন।”

আইএসএফের প্রসঙ্গে গরম হলেও কংগ্রেসের প্রসঙ্গে বিমান বাবুরা বেশ নরম। রাজ্য কংগ্রেস দিল্লিতে তাঁদের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে রাজ্যে ফিরলে তবেই জানা যাবে বঙ্গে লোকসভা নির্বাচনে জোট বেঁধে তৃণমূল ও বিজেপির বিপক্ষে লড়াই হবে কি না? অক্ষরে অক্ষরে না হলেও অন্তত বৃহস্পতিবার বিকেলে বিমান বাবুদের বক্তব্য এমনই।

জোড়ায় নয় তাই কংগ্রেসকে বাদ দিয়েই একাংশ লোকসভা আসনে প্রার্থী পদ ঘোষণা করলেন তাঁরা। আগামীদিনে কি বাকি আসনে কংগ্রেসের জন্য আসন ছাড়তেই কি একাংশের প্রার্থী তালিকার কৌশল নিল বামেরা? সরাসরি না বললেও কংগ্রেসকে বিমান বাবুরা বলছেন না “তফাত যাও”। তাই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার জন্য তাদের এখনও সময় দিতে রাজি বামেরা। সেই প্রসঙ্গে বিমান বাবু বলেন, ” আগামী পরশু দিন বামফ্রন্টের বৈঠক আছে। কাল ও পরশু সময় আছে। কেউ যদি সময়ের ব্যবহার করেন তাহলে হবে।”

তবে এককভাবে কংগ্রেস যে রাজ্যে লড়াই করবে এমন কথা বলেন নি অধীরও। তিনি বলেছেন, “যেখানে যে শক্তিশালী তৃণমূল বিজেপিকে হারাতে সেখানে সে লড়াই করবে।” সে ব্যাপারে আলোচনা হবে বলেও দাবি করেন বহরমপুরের সাংসদ।

বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবন থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন বিমান বসু। এদিন প্রার্থী ঘোষণার আগে বিমান বাবু বলেন, ” আমরা ১৬টি লোকসভার প্রার্থী ঘোষণা করলাম।”

সেই তালিকা অনুযায়ী তিন শরিক ফরোয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি একটি করে তিনটি আসন ভাগে পেয়েছেন। কোচবিহার ফরোয়ার্ড ব্লক, বালুরঘাট সিপিআই আর মেদিনীপুর আরএসপি-র। সংখ্যাগরিষ্ঠের বিচারে সিপিআই(এম) ভাগ বেশি। তাই ‘বড় দল’-এর ভাগে পড়েছে ১৩টি আসন। এদিনের প্রার্থী তালিকায় দেখা যায় নতুন মুখ চোদ্দ জন। পুরনো দু’জন সুজন চক্রবর্তী আর বিপ্লব ভট্ট। তিন জন মহিলা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বাবু বলেন, ” সিএএ-র ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তা আমরা মানি না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না। আমরা তার বিরুদ্ধে। আমরা বামফ্রন্টগতভাবে এর বিরোধিতা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights