
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নতুন সংবাদপত্র “মধ্যবঙ্গ নিউজ” আত্মপ্রকাশ করল শারদোৎসবের প্রাক্কালে। মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে শনিবার আট পাতার এই ট্যাবলয়েডের উদ্বোধন করেন প্রাক্তন সাংবাদিক অধ্যাপক স্নেহাশিস সুর। ইমাজিন কমিউনিকেশনের পক্ষে সোমা মাইতি কতৃক প্রকাশিত এই সংবাদপত্রের সম্পাদক প্রশান্ত চৌধুরী। সংবাদমাধ্যমের আলো প্রায় না পড়া রাজ্যের মধ্যাঞ্চলের সংবাদ পরিবেশনই আপাতত লক্ষ্য মধ্যবঙ্গের।
ডিজিটাল মাধ্যম আজ সংবাদ মাধ্যমকে স্বর্গরাজ্যে পরিণত করেছে। পিছু হটতে হচ্ছে বহু প্রচারিত ও প্রচলিত সংবাদমাধ্যমকে। শুধু বাংলা নয়, ভারতবর্ষ জুড়েই সংবাদপত্রের ছবিটা উনিশ-বিশ একইরকম। এমন সময় ছাপার অক্ষরে এই সংবাদমাধ্যমের আত্মপ্রকাশ সাহসীকতার নজির বলেই মনে করেন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িতরা। যদিও ছাপার অক্ষরে পা রাখার আগে মুর্শিদাবাদ জেলার সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমেই জনপ্রিয় মধ্যবঙ্গ নিউজ। সম্পাদকীয়র বদলে কাগজে আমাদের কথা বিভাগে নির্দিষ্ট মানচিত্র এঁকে ঘোষণা করা হয়েছে “মধ্যবঙ্গের যোগাযোগ নিয়ে নতুন ভাবনার খোরাক জোগান দেবে মধ্যবঙ্গ নিউজ। … কেন্দ্রের বাইরেও মার্জিন থেকে উঠে আসবে মধ্যবঙ্গের কন্ঠস্বর।”
ওই সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, আপাতত সাপ্তাহিক সংবাদপত্র হিসেবেই প্রকাশিত হবে মধ্যবঙ্গ নিউজ। নতুন কাগজের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক-সম্পাদক ধ্রুবজ্যোতি প্রামাণিক, আকাশবাণীর ঘোষক তথা প্রখ্যাত কন্ঠশিল্পী কৌশিক সেন। অতিরিক্ত জেলাশাসক ( মুর্শিদাবাদ জেলা পরিষদ ) সামসুর রহমান, সদর মহকুমাশাসক শুভঙ্কর রায়, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য সহ অন্য বিশিষ্টজনেরা। জেলার তুলনায় কলকাতা বা দিল্লি কিংবা যে কোন রাজধানী শহরে সাংবাদিকতা করা মানে একপ্রকার সুরক্ষার বলয়ে থাকা। জেলায় সাংবাদিকরা অনেক প্রতিকূলতা ও অসুরক্ষিতভাবে ভালো কাজ করছেন বলে এদিন দাবি করেন মুর্শিদাবাদের ভূমিপুত্র ও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ম্যানেজিং এডিটর ধ্রুবজ্যোতি।