বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ দলীয় প্রার্থী ক্রিকেটার ইউসুফ খানকে নিয়ে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের নেতাদের একাংশের গোঁসা হয়েছে। সেই রাগ নির্বাচনে পড়বে কি না তা নিয়ে পদে পদে আলোচনা দলীয় কার্যালয় থেকে দেওয়াল লিখনের আগেপরে। আর তা সামলাতে বহরমপুরে আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের দাবি এমনই।
মুর্শিদাবাদের তিনটি আসনের মধ্যে বহরমপুর আসনটি অন্যবারের তুলনায় হেভিওয়েট। সেই আসনে গত পাঁঁচটি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মুর্শিদাবাদে ক্রমশ ক্ষয় হয়েছে কংগ্রেসের। তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই বলেছেন ইউসুফ নির্বাচনে দাঁড়ানোয় ভয় পেয়েছেন অধীর চৌধুরী। যদিও পাল্টা তৃণমূলকে চ্যালেঞ্জ করেছেন বহরমপুরের সাংসদও।
গত লোকসভা নির্বাচনে ৮০ হাজারের কিছু বেশি ভোটে জিতে তৃণমূলের অপূর্ব সরকারকে দ্বিতীয়স্থানে ঠেলে দিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বের দাবি, ” সেই হার এবার সুদে-আসলে তুলবে দল।” আর তাই গুজরাট থেকে ইউসুফ পাঠানের মত একজন তারকা প্রার্থীকে অধীরের বিরুদ্ধে দাঁড় করিয়ে বাজি মাত করতে চেয়েছেন মমতা। দাবি দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু মুর্শিদাবাদের একাংশ নেতার তার বিরুদ্ধ আচরণ করায় দলের অন্য অংশের দাবি “ক্ষমতা ধরে রাখতে ইউসুফকে হিংসা করছেন দলেরই একাংশ কালীদাস”।
আরও পড়ুনঃ হুমায়ুন নিয়ে কোনও মন্তব্য নয়ঃ Kunal Ghosh
মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ” নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। সবে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ভোটের টেম্পো বাড়লে এই ধরনের মান অভিমান কেটে যাবে।” ইতিমধ্যে কেন্দ্রের বঞ্চনা এবং কীভাবে দরিদ্র মানুষ তাদের প্রাপ্য বঞ্চিত হয়েছে তা তুলে ধরে ছোট ছোট করে নির্বাচনী প্রচার শুরু হয়েছে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই।
পাশাপাশি তৃণমূল ভবন সূত্রে জানা যায় দলীয় প্রার্থীর প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনী এলাকায় সভা করবেন। তবে কবে আসবেন তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই জানা যায়। তবে ভোটের দিন ঘোষণা হলে মমতা আগে মুর্শিদাবাদকে ভোট প্রচারে প্রাধান্য দেবেন বলে জানা গিয়েছে।