পাকিস্তানের কুকীর্তি ফাঁসে মোদির ভরসা বহরমপুরের ইউসুফ

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ নরেন্দ্র মোদির ভরসা বহরমপুরের ইউসুফ পাঠান। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে জঙ্গিদের প্রত্যক্ষ মদত দিচ্ছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাতে চলেছে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকছেন।

আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন ইউসুফ। রাজনৈতিক সংঘাত ভুলে বহরমপুরের এই তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। সুত্রের দাবি ইউসুফ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দলীয় নেতৃত্ব অনুমোদন পেলে ইউসুফ পাঠানকে দেখা যাবে কেন্দ্রের প্রতিনিধি দলে। সূত্রের খবর, গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরতে ৭টি দল পাঠাচ্ছে কেন্দ্র।

এর দলগুলিকে নেতৃত্ব দেবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা (বিজেপি), কানিমোঝি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি), একনাথ শিণ্ডে (শিব সেনা), শশী থারুর (কংগ্রেস), সঞ্জয় ঝাঁ (জেডিইউ)। শোনা যাচ্ছে, সঞ্জয় ঝাঁ-এর দলের সদস্য হবেন ইউসুফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে দলটির রওনা হওয়ার সম্ভাবনা। এই প্রতিনিধি দল তিনটি দেশে যেতে পারে বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছে কোরিয়া ও জাপান। তবে কংগ্রেসের শশী তারুরের নাম দল অনুমোদন না করলেও নরেন্দ্র মোদি বেছে নিয়েছেন তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights