
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর দায়িত্ব দিল নবান্ন। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে তাঁর বদলির নির্দেশ এসেছে। তাঁর জায়গায় মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়াকে মুর্শিদাবাদের জেলাশাসক পদে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদের আগে মালদার জেলাশাসক ছিলেন রাজর্ষি। জঙ্গিপুরের মহকুমাশাসককে মালদার অতিরিক্ত পদে বদলি করা হয়েছে।