
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদে জবর দখল হয়ে যাচ্ছে ওয়াকফ সম্পত্তি। আর তা নিয়ে সংবাদ পরিবেশন করেছিল একটি ডিজিটাল সংবাদ মাধ্যম। সেই জন্য মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা ওই সংবাদ মাধ্যমকে আইনি নোটিশ ধরিয়েছে। এই অভিযোগ তুলে সমাজ মাধ্যমে তা সরব হন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। আর তা নিয়ে ফের চর্চায় ফেরে বহরমপুরের উপকন্ঠে জেলা পরিষদ লাগোয়া কারবালা রোডের ধারে ওয়াকফ সম্পত্তি জবর দখলের দাবি।
যদিও মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে বিধায়কের সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিং সমাজ মাধ্যমে পাল্টা জানিয়েছেন ” ওই ফেসবুক ব্যবহারকারী একাধিক সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে। যার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও বিকৃত বর্ণনা ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছিল।”
তিনি ওই পোস্টে আরও লিখেছেন, ” কমিউনিটি স্যান্ডার্ড ফলো না করার জন্য ফেসবুক কতৃপক্ষও ওই ফেসবুক ব্যবহারকারীর একাধিক পোস্ট মুছে দিয়েছে। এক্ষেত্রেও আইন ভাঙার কারণে ওই ব্যবহারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।”
অন্যদিকে দীর্ঘদিন ধরে বহরমপুরের কারবালা কমিটি ও ওয়াকফ বোর্ডের মধ্যে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদ চলছিল। অতিরিক্ত পুলিশ সুপার এদিন জানিয়েছেন, ” সেই বিবাদেরও মিমাংসা হয়েছে।” তিনি বলেন “বিবাদমান দুই কমিটি, সাধারণ প্রশাসন, পুলিশ ও ভূমি দফতরের আধিকারিকদের উপস্থিতি জমি জরিপ করা হয়েছে। এখন আর তা নিয়ে কোনও সমস্যা নেই।”