পুজো কমিটির হাতে সরকারি অনুদান তুলে দিল মুর্শিদাবাদ পুলিশ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ একলাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে রাজ্যের প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের মাধ্যমে জেলার পুজো কমিটির হাতে অনুদানের সেই চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনী কক্ষে বহরমপুরের পুজো কমিটির হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়। বহরমপুরের ৩৫টি পুজো কমিটির কার্যকর্তাদের হাতে এদিন চেক তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি বলেন, ” জেলার মোট ২ হাজার তিনশো পাঁচটি রেজিস্টার্ড পুজো কমিটি এই সরকারি অনুদান পেয়েছে।” তাছাড়া আরও একশো দশটি পুজো কমিটিকে আগামী দিনে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। যদিও জেলায় চার থেকে সাড়ে চার হাজার পুজো হয়।

পুজোর দিনগুলিতে যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য ভলান্টিয়ার হিসেবে ৫০০ জন হোমগার্ড নিয়োগ করা হবে। গত বছরের থেকে ৫০ জন বেশি। বড় থানাগুলোতেই তাদের নিয়োগ করা হবে বলে জানান পুলিশ সুপার। একইসঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের ওপর নির্ভরতা ছাড়াও পুজো কমিটি ও সাধারণ মানুষকে এগিয়ে আসার কথা বলেছেন পুলিশ সুপার। টোটোর যন্ত্রণায় নাজেহাল শহর থেকে গ্রাম। পুজোর সময় তাদের পথ বেঁধে দিতে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে। চতুর্থীর দিন বহরমপুর রবীন্দ্র সদনে সেই জেলা সাধারণ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।

মহালয়ার দিন মুর্শিদাবাদ জেলার কয়েকটি পুজো মন্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক বলেন, “উত্তর মুর্শিদাবাদের ৫ টি ও দক্ষিণ মুর্শিদাবাদের ১১ টি সহ মোট ১৬ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।” তারমধ্যে বহরমপুরের চারটি, কান্দিতে তিনটি,লালবাগের চারটি পুজো উদ্বোধন হয়েছে। আগামীকাল আরো কিছু পুজোর উদ্বোধন হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights