জেলার কাজে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এসআইআর উপলক্ষে তৃণমূল ওয়াররুম খুলে মানুষের দুয়োরে পৌঁছতে চেয়েছিল। আবার নির্বাচন কমিশনের কাজে নিবিড় পর্যবেক্ষণ করতে অ্যাপ বানিয়েছে তৃণমূল। কিন্তু দলের সর্বস্তরের নেতা, কর্মীরা এখনও সেই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েননি। বিধায়করাও সেই কাজে গা এলিয়ে আছেন মুর্শিদাবাদের মতো অনেক জেলায়। সেই কাজ খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির নেতাদের দায়িত্ব দিয়ে জেলায় জেলায় পাঠাচ্ছেন । মুর্শিদাবাদে দলের সেই কাজ দেখাশোনার দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত তিনি জেলায় থাকবেন। দলনেত্রীকে রিপোর্ট জমা দেবেন ডিসেম্বরের ৬ তারিখে। তারমধ্যে জেলায় সাংগঠনিক সভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দলের সর্বস্তরের নেতা নেত্রীদের সঙ্গে ভিডিও বৈঠক করেন। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন মুর্শিদাবাদের একমাত্র রঘুনাথগঞ্জ বিধানসভায় দলের নির্দেশ মতো ৯৬ শতাংশ বিএলএ ২ সক্রিয়। তাদের নাম জমা পড়েছে কমিশনে । আর তাঁরা সক্রিয় বলেই সেখানে এনুমেরাশন ফর্ম পূরণও হয়েছে ৯৬ শতাংশ। কিন্তু দু-চারটে বাদ দিয়ে মুর্শিদাবাদের অন্য বিধানসভাগুলোয় তেমনভাবে এখনও বিএলএ-রা সক্রিয় নন। ফলে কমিশনে তাঁদের নামও নথিভুক্ত হয়নি। তিনি বলেন, ” কিছু জেলা অত্যন্ত ভাল কাজ করেছে। কিছু জেলায় বিএলএ ২ রেজিস্ট্রেশন হয়নি। তার মানে তাঁরা বিএলও-র ওপরে ভরসা করে চলছেন। এটা হতে পারে না।”
এসআইআরকে আগামী নির্বাচনের হাতিয়ার বানাতে চাইছে তৃণমূল। সেই লক্ষে সাজানো হচ্ছে সমস্ত কর্মসূচি। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন ৯৯.৭৬ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে। আর প্রায় ৬০ শতাংশ ফর্মের ডেটা আপলোডের কাজ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় ফর্ম পূরণের গতি শ্লথ। সেখানকার বিএলএ২ দের রেজিস্ট্রেশনও তেমন হয়নি তৃণমূলের। ফলে সেদিকে জোর দিয়ে জেলার বিধায়কদেরও সক্রিয় হতে বলেছেন অভিষেক। প্রত্যেক বিধায়ককে বিএলএদের সঙ্গে কথা বলে তাঁদের ভয় ভাঙানোর পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, “তৃণমূলের মূল চাবিকাঠি হল পারফরম্যান্স”। সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘‘এটা যুদ্ধের সময়। এই সময় যাঁরা দলের কাজে থাকবেন না, দল তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে।’’