সৈদাবাদে ডাকাতি, বহরমপুরের নিরাপত্তা প্রশ্নের মুখে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কালীপুজোর দিন দুয়েক আগে বহরমপুর পুর এলাকায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটে গেল রাত ন’টা নাগাদ। শনিবার ঘটনাটি ঘটেছে পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ১০/জি গঙ্গাধর কবিরাজ লেন এলাকায়। চিকিৎসক সমীর মিত্রের ছেলে বনির বাড়িতে। কিন্তু বাড়িতে সেই সময় কেউ ছিল না। সূত্রের দাবি, বাড়ির দরজা ভেঙে দুষ্কৃতিরা ঢোকে। নগদ ১২ ভরি সোনা, বেশকিছু নগদ টাকা ডাকাতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

দিন দুয়েক আগে, বহরমপুর ফাঁসিতলা এলাকায় জন্মদিনের পার্টিতে গুলি চালানোর ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের বয়স তিরিশের মধ্যে। তাদের হাতে বেআইনি অস্ত্র কোথা থেকে আসছে তা নিয়ে ইতিমধ্যেই শাসকদল তৃণমূলের সমালোচনায় সরব বিরোধীরা। বহরমপুর দুষ্কৃতিদের ডেরা হয়ে উঠছে। অথচ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ দুর্গাপুজোর সময় জেলাবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২৬ এর নির্বাচনের আগে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে ঘটনার নিন্দা করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন, ” পুলিশ যথারীতি তদন্ত শুরু করেছে। পুজোতেও কাশিমবাজার এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যক্তিগত সূত্রে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছি। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে। নিরাপত্তা আরও কঠোর না হলে ভোগান্তি বাড়বে মানুষের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights