বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ সাত শ্রমিকেরই মৃত্যু, হাহাকার বহরমপুরে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বাড়ির মানুষটাকে ডেকে আজ সকালেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আয়ু বড়জোর কয়েকঘন্টা। সেই কথা শুনে প্রতি সেকেন্ডও মনে হচ্ছিল ঘন্টারও বেশি। শেষরক্ষা হল না। মৃত্যু হল ২১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক নুর জামালের। গ্যাস সিলিন্ডার লিক হয়ে গত সোমবার অগ্নিদগ্ধ হয়েছিলেন মুর্শিদাবাদের সাত জন শ্রমিক। সাত দিনও গেল না। মৃত্যুর কাছে হার মানতে হল তাঁদের।

ইতিমধ্যে আজ পাঁচ জনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে কফিনবন্দি হয়ে ফিরছে মুর্শিদাবাদে। ঠিকাদার হাসান মল্লিকের মৃতদেহও ফিরবে ময়নাতদন্ত শেষ হলে। তারমধ্যেই রবিবার দুপুরে খবর এল মৃত্যু হয়েছে নুর জামালেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights