পুলিশ সহ জেলায় সেরার পুরস্কার পেল মুর্শিদাবাদের ছ’টি সমবায় সমিতি

Social Share
পুরস্কার হাতে ইন্সপেক্টর মীর মহম্মদ শামিম

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সমবায় সপ্তাহে মুর্শিদাবাদ জেলার ছ’টি সেরা সমবায় সমিতিকে পুরস্কৃত করল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। দক্ষতার মাপকাঠিতে দুটি ভাগে ভাগ করে প্রতি বিভাগে তিনটি করে সমবায় সমিতিকে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। বেস্ট পারফর্মিং সোসাইটি হিসেবে নওদা ব্লকের জগাইপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, হরিহরপাড়া ব্লকের গণেশ নগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ও সুতি দু-নম্বর ব্লকের ফরিদপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডকে পুরস্কৃত করা হয়।

আর এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ পারসনাল অ্যান্ড ফ্যামিলি কো-অপারেটিভ লিমিটেড, বহরমপুর সিএডিপি ফার্মারস সার্ভিস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মুর্শিদাবাদ- জিয়াগঞ্জ ব্লকের চুনাখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির কার্যকর্তাদের হাতে। লাভের অঙ্ক কোটিতে ছুঁয়ে জাতীয় স্তরে সারা রাজ্যের মধ্যে পরপর দু-বার সেরা সমবায়ের স্বীকৃতি পেয়েছে Murshidabad District Police personnel and family welfare Co-operative credit Society Limited. 

বেস্ট পারফর্মিং সোসাইটি হরিহরপাড়া ব্লকের গণেশ নগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড

DRCS মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ” পুলিশ কো-অপারেটিভ এনসিডিসি পুরস্কার পেয়েছে। এটি জাতীয় পুরস্কার, যা সমবায়ের ক্ষেত্রে ভারতের নোবেল বলে ধরে নেওয়া হয়। এই সমিতি মুর্শিদাবাদের সমবায় আন্দোলনের পথিকৃৎ।” ওই সমবায় ব্যাঙ্কের মানেজার ইন্সপেক্টর মীর মহ. শামিম বলেন ” এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”DRCS আরও বলেন, ” অডিট রিপোর্ট বা লাভের অঙ্ক ছাড়াও বিশেষ কমিটি গঠন করে কতকগুলি মানদন্ডের ওপর ভিত্তি করে এবার সমবায়গুলিকে পুরস্কৃত করা হয়েছে।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “পাঁচটি সমবায় সমিতির অডিট রিপোর্টে দেখা গিয়েছে যাদের নেট প্রফিট এক কোটি টাকার বেশি। এটা অবশ্যই একটি বিশেষ মাইলস্টোন।”

চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়েছে সমবায় সপ্তাহ। সাত দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল এমডিসিসিবি-র পক্ষ থেকে। বুধবার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয় সমবায় সমিতিগুলিকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ তথা নওদা ব্লকের জগাইপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের চেয়ারম্যান আবু তাহের খান, কর্মাধ্যক্ষ ওজিফা বেগম, অতিরিক্ত জেলাশাসক (সমবায়) সুকান্ত সাহা, এমডিসিসিবি-র সিইও সন্দীপন চক্রবর্তী, সমবায় সমিতির মুর্শিদাবাদ জেলা আধিকারিক (DRCS) মানব বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights