সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ চা বাগানে শ্রমিকরা বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ পালন করার ডাক দেওয়া হয়েছে চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। শ্রমিকদের ডাকা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিবৃতি দিয়েছে বিজেপি।
সূত্রের দাবি, চা বাগানের মালিকদের কাছে শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবি করেছিলেন। কিন্তু রবিবার ত্রিপাক্ষিক বৈঠকেও মালিকরা ১৩ শতাংশের বেশি বোনাস দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়ায় বেঁকে বসেন শ্রমিকরা। বৈঠক থেকে বেড়িয়ে আটটি শ্রমিক সংগঠন পাহাড় জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।
ধর্মঘটকে সমর্থন জানিয়েছে হামরো পার্টিও। অমিত থাপাও জানিয়েছ তারা শ্রমিকদের পাশে আছে। ধস ও বন্যা বিঘ্নিত উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখে দেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা ও প্রশাসনিক নির্দেশ দিতে শিলিগুড়ি সফরে গিয়েছেন। তারমধ্যেই চা বাগানের শ্রমিকদের এই ধর্মঘট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।